কিছু কমন প্রশ্ন ও উত্তর

অর্ডার করা জন্য নিচের তিনটি কাজ করুন

  • প্রথমে আপনার পছন্দের কালার চয়েস করুন
  • এরপর পরিমান লিখে অর্ডার করুন। 
  • তাপর আপনার নাম ঠিকানা ও ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করুন।

আপনার কাজ শেষ এবার আমাদের কাজ –

  • আমরা আপনকে কল দিব
  • ডিজাইন করে দেখাব
  • প্রিন্ট করে পাঠিয়ে দিব। ৭ দিনে মধ্যে হোম ডেলিভারি পাবেন।

অর্ডার করা হলে আমাদের ডিজাইনার আপনাকে কল করবে। এরপর আপনার পরামর্শ নিয়ে আপনি যেভাবে ডিজাইন তৈরি করে নিতে চান সেভাবে আপনাকে ডিজাইন করে দেখাবে। ডিজাইন পছন্দ না হলে ভিডিও করে আপনাকে সাথে নিয়ে ডিজাইন কারেকশন করে দেয়া হবে। ফাইনালি আপনার অনুমতি নিয়ে কাপরে প্রিন্ট করা হবে।

আপনার ডিজাইন করা না থাকলেও সমস্যা নেই । আমরা আপনাকে ফ্রি ডিজাইন করে দেখাব। আপনর সাথে কাথা বলে আপনি যেমন ডিজাইন বা লেখা দিতে চান সেভাবে আপনাকে ডিজাইন করে দেখানো হবে। অথবা আপনার একটা ভিডিটিং কার্ডের ছবি দিলে সেটা দেখে আপনাকে ডিজাইন করে দেখানো হবে। 

আমরা যেহেতু এই টিশার্টগুলো আপনার লোগো বা আপনার কোম্পানির নামে প্রিন্ট করে দিব, তাই কাপরে প্রিন্ট কারা আগে আপনাকে 30% টাকা অগ্রিম পে করতে হবে। আর প্রিন্ট ছাড়া সেম্পল নিলে 1 টাকাও আগে দিতে হবেনা। 

আমরা যেহেতু শুধু পাইকারি সেল করি তাই আপনি আমাদের কাছে সব থেকে কম খরচে মানসম্মত কাপর ও ভালো কোয়ালিটির প্রিন্ট পাবেন। তবে দাম অনুযায়ী কাপরের কোয়ালিটির পর্থক্য রয়েছে। আপনি যদি স্টান্ডার্ড কোয়ালিটি নেন তাহলে দাম কম হবে। আর যদি আরেকটু ভালো কোয়াটিলি চান তাহলে খরচ আরেকটু বাড়বে। আর যাদি প্রিমিয়াম কোয়ালিটি চান তাহলে খরচও বেশি পড়বে। যেমন দামের নিবেন কোয়ালিটি তেমন হবে। 

  • 00 দিন..
  • 00 ঘন্টা
  • 00 মিনিট
  • 00 সেকেন্ড
Shopping Cart